জমি বরাদ্দে জালিয়াতি: সাবেক অতিরিক্ত সচিবসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জালিয়াতির মাধ্যমে ৩ কাঠা জমি বরাদ্দের অভিযোগে সাবেক অতিরিক্ত সচিবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম বাদি হয়ে মামলাটি করেছেন।

মামলার আসামিরা হলেন- ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, রূপগঞ্জের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য সাহাবুদ্দিন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সার্ভেয়ার ইউসুফ ফারুক, এসএম হাবিবুর রহমান ও জাহানারা বেগম নামের আরেকজন।

মামলার এজাহারে বলা হয়, 'নেটিভ' কোটার অধীনে এবং পূর্বাচল নিউ সিটির উন্নয়ন কাজের ক্ষতিগ্রস্ত হিসেবে ২০০৩ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ কাঠা জমির জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে আবেদন করেন জাহানারা বেগম।

রাজউকের পূর্বাচল সেলের তৎকালীন উপ-পরিচালক সাইফুল ইসলাম নেটিভ কোটায় প্লট বরাদ্দ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি যাচাই-বাছাইয়ের দায়িত্বে ছিলেন। আবেদনের প্রেক্ষিতে তখন জমি বরাদ্দ পান জাহানারা।

তবে অনুসন্ধানে দুদক দেখেছে, জাহানারা উন্নয়ন কাজে ক্ষতিগ্রস্ত হননি। তিনি সংশ্লিষ্ট জমির মালিকই ছিলেন না।

আসামিরা পরস্পরের যোগসাজশে ৩ কাঠা জমি বরাদ্দ নেন বলে দুদকের অনুসন্ধানে উঠে আসে।

Comments

The Daily Star  | English

US welcomes Bangladesh election plan

The US yesterday welcomed plans by Bangladesh's interim leader to hold elections next year or in early 2026

1h ago