কক্সবাজারে ট্রলার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজারে শিশু আলো হত্যা মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড

কক্সবাজার সদর উপজেলায় আব্দুল গফুর (৪৫) নামে একজন ট্রলার চালককে পিটিয়ে হত্যা অভিযোগ পাওয়া গেছে।  

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ পেচাঁর ঘোনায় এ ঘটনা ঘটেছে।
   
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, স্থানীয় আমির হোসেনের মালিকানাধীন মাছ ধরার ট্রলারের মাঝি ছিলেন আবদুল গফুর। আজ সকালে ওই ট্রলারের মাঝি-মাল্লারা সাগরে যাওয়ার জন্য জড়ো হচ্ছিলেন। এ সময় ট্রলারের জেলে নুর মোহাম্মদকে ডাকাডাকি করেন মাঝি আবদুল গফুর। এক পর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং আবদুল গফুরকে মাথায় আঘাত করেন নুর মোহাম্মদ। এতে ঘটনাস্থলে গফুরের মৃত্যু হয়।

এ বিষয়ে ওসি শেখ মুনীর উল গীয়াস দ্য ডেইলি স্টারকে বলেন, 'তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এ হত্যার ঘটনাটি ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

People will have to take to the streets for voting rights: Fakhrul

People will have to take to the streets like they did on August 5 to realise their voting rights, said BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today

1h ago