রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারি: আদালতে জবানবন্দি দিলেন মামলার বাদী

ছবি: সংগৃহীত

রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারি মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদসহ ৬ জনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার বাদী।

মামলার অন্য ৫ আসামি হলেন—অধিদপ্তরের সাবেক পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আমিনুল হাসান, উপপরিচালক (হাসপাতাল-১) মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) মো. শফিউর রহমান, গবেষণা কর্মকর্তা মো. দিদারুল ইসলাম এবং রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম।

আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান মামলার বাদী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারীর জবানবন্দি রেকর্ড করেন।

এ সময় আসামিদের সবাই উপস্থিত ছিলেন। এদের মধ্যে আজাদসহ অন্য ৪ কর্মকর্তা জামিনে আছেন। সাহেদ আছেন কারা হেফাজতে।

এরপর বিচারক বাদীপক্ষের আইনজীবীদের জেরার জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এর আগে গত ১২ জুন একই আদালত আজাদ ও শাহেদসহ অন্য ৪ জনের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন করেন।

এতে সব আসামির বিরুদ্ধেই করোনাভাইরাসের নমুনা সংগ্রহ, ভুয়া সনদ প্রদান এবং লাইসেন্স ছাড়াই চিকিৎসার নামে সরকারি অর্থ আত্মসাতে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

গত বছরের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ পাটোয়ারী ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।

Comments

The Daily Star  | English

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

Thousands join BNP rally from Nayapaltan to Manik Mia Avenue

3h ago