কুপিয়ে স্বামীর কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে 

পিরোজপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় স্বামীর দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের বালিহারী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাহারুল ইসলাম উজির (৪৫) বালিহারী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি করাত কলের শ্রমিক।

সকালে স্থানীয়রা উজিরকে আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের বরাত দিয়ে সুটিয়াকাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম ওরফে মুকুল দ্য ডেইলি স্টারকে জানান, 'স্ত্রী মুর্শিদার সঙ্গে উজিরের সম্পর্ক ভালো ছিল না। উজির স্ত্রীকে মারধোর করত।'

তিনি বলেন, 'অভিযুক্ত স্ত্রী মুর্শিদার দাবি গতকাল রাতে তার স্বামী ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাতের চেষ্টা করে। এ সময় তিনি অস্ত্রটি ছিনিয়ে নিয়ে স্বামীকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।'

ঘটনার পর মুর্শিদা ঘরের মধ্যেই ছিলেন বলেও জানান তিনি।

জানতে চাইলে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হাসান ডেইলি স্টারকে বলেন, 'পারিবারিক কলহের জের ধরে কবজি কর্তনের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।'

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

Comments