মানিকগঞ্জে ধর্ষণ মামলায় ইউপি সদস্য কারাগারে

মানিকগঞ্জে ধর্ষণ মামলায় ইউপি সদস্য কারাগারে
সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসাইন। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসাইনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল বুধবার রাতে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম।

তিনি বলেন, 'বরাইদের এক নারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইউপি সদস্য দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বুধবার থানায় মামলা করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে রাতেই গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানো হয়।'

মামলার বিবরণে বলা হয়েছে, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসাইনের কাছে তার এলাকার এক অসহায় দরিদ্র গৃহবধূ ১০ টাকা কেজি দরে ভিজিএফ চালের একটি কার্ড চান। এরই প্রেক্ষিতে, গত মঙ্গলবার মধ্য রাতে তিনি ওই গৃহবধূর মুঠোফোনে জানান যে, তার ভিজিএফ কার্ড হয়ে গেছে। ওই গৃহবধুকে কার্ড নিতে রাতেই তার কাছে যেতে বলেন। রাতে নয়, পরের দিন সকালে কার্ড নেওয়ার কথা জানানোর পর ওই ইউপি সদস্য রাতেই ওই গৃহবধূর বাড়িতে যান এবং গৃহবধূকে ধর্ষণ করেন। সেসময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসেন এবং ইউপি সদস্যকে আটকে রাখেন। বিচারের কথা বলে স্থানীয়রা সেখান থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যান। পরে, বাধ্য হয়ে ওই গৃহবধূ তার বিরুদ্ধে মামলা করেন।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একাধিক বাসিন্দা দ্য ডেইলি স্টারকে বলেন, 'অসহায় দুস্থ নারীদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে এর আগেও ইউপি সদস্য দেলোয়ার কয়েকজন নারীকে ধর্ষণ করেছেন।'

এ মামলায় ইউপি সদস্যদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

 

Comments

The Daily Star  | English

Dengue deaths and infections double in July

The number of dengue deaths and infections in July more than doubled compared to the previous month, underscoring the growing severity of this year’s outbreak.

18h ago