পীরগঞ্জে জেলেপল্লীতে আগুন: আত্মসমর্পণ করা ৫১ আসামি কারাগারে

জেলেপল্লী
গত বছরের ১৭ অক্টোবর পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা গ্রামে বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। ফাইল ছবি

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জ উপজেলার জেলেপল্লীতে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার ৫১ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

ঘটনার ৯ মাস পর রোববার দুপুরে মামলার প্রধান আসামি শহিদুজ্জামান মন্ডল ওরফে শহিদসহ ৫১ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন জানালে বিচারক আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ আদেশ দেন।

গত বছর ১৭ অক্টোবর পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা গ্রামের কমপক্ষে ২৫টি বাড়ি এবং দোকানে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

পরে ১৮ অক্টোবর পীরগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন বাদী হয়ে ১৪৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুব হোসেন সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

মামলার প্রধান আসামি শহিদসহ শতাধিক আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রোববার দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। 

আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার আবু সাঈদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আসামিরা সবাই শ্রমজীবী। পুলিশ অন্যায়ভাবে তাদের আসামি করেছে। মানবেতর জীবন-যাপন করছে তাদের পরিবার।'

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

18m ago