৩ সপ্তাহের মধ্যে বিমানের ১৭ কর্মকর্তাকে আত্মসমর্পণের নির্দেশ

হাইকোর্ট
ফাইল ছবি

১ হাজার ১৬১ কোটি টাকার দুর্নীতির মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭ কর্মকর্তাকে জামিন দিতে অস্বীকৃতি জানিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আগামী ৩ সপ্তাহের মধ্যে তাদের সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিনের জন্য হাজির হন অভিযুক্ত বিমান কর্মকর্তারা।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে জানান, অপরাধের গুরুত্ব বিবেচনা করে হাইকোর্ট আসামি বিমান কর্মকর্তাদের জামিন দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

তিনি বলেন, 'মিশর থেকে উড়োজাহাজ লিজে আনার ক্ষেত্রে অনিয়ম করে এক হাজার ১৬১ কোটি টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে দুদক তাদের বিরুদ্ধে মামলা করে।'

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ আর এম হাসানুজ্জামান।

এর আগে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ফ্লাইট ক্যাপ্টেন (অপারেশন) ইশরাত আহমেদসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

 

Comments