টেকনাফের ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা নাগরিক এবং উদ্ধারকৃত অস্ত্র। ছবি: সংগৃহীত

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ৪টি দেশীয় তৈরি বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন স্থান থেকে আজ রোববার সকাল ৯টার দিকে জাফর আলম নামে এক রোহিঙ্গাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা  হয়।

জাফর আলম ২৬ নম্বর নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুর রশিদের ছেলে।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল হোসেন বলেন, 'র‌্যাব নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের কাছে বখতিয়ার মেম্বারের রাস্তার মাথায় অভিযানে গেলে পালানোর চেষ্টা করেন জাফর আলম। তাকে আটক করে দেহ তল্লাশি করা হলে ৪টি অস্ত্র ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়।'

তিনি আরও বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাফর আলম জানিয়েছেন, হ্নীলার মোছনী এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অস্ত্র ও গুলি নিজের কাছে রেখেছিলেন তিনি।'

জাফর আলমের নামে টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, 'গ্রেপ্তার আসামি রোহিঙ্গা নাগরিক জাফর আলমকে আজ কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হবে।'

Comments

The Daily Star  | English

Israel treating Palestinians ‘as a subhuman group'

Says Amnesty Int'l, accuses Israel of 'committing genocide' in Gaza

2h ago