কুড়িগ্রামে অবৈধ মজুদ ২৯৯ বস্তা সার জব্দ

জব্দকৃত সার
অবৈধ মজুদ করা সার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধভাবে মজুদ করা ২৯৯ বস্তা রাসায়নিক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে এক সার ব্যবসায়ীর গুদাম ও বাড়ি তল্লাশি করে এসব সার জব্দ করা হয়।

অবৈধভাবে সার মজুদ করায় উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা পুলেরপাড় বাজারের আকাশ ফার্টিলাইজার দোকানের মালিক মিজানুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাস।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিল। 

পুলিশ জানায়, আজ বুধবার বিকেলে ওই ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৫০ বস্তা টিএসপি, ১০৭ বস্তা ডিএপি ও ৫২ বস্তা এমওপি সার জব্দ করা হয়। পরে ওই সার ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি করে ৯০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। 

স্থানীয় কৃষক আলিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মিজানুরের কাছে সার কিনতে গেলে তিনি বলতেন যে তার কাছে সার নেই। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর জানা গেল মিজানুরের কাছে প্রচুর সার মজুদ ছিল। মিজানুরের মতো আরো অনেক সার ব্যবসায়ী আছেন, যারা অবৈধভাবে সার মজুদ রেখেছেন।'

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন দাস ডেইলি স্টারকে জানান, 'উদ্ধারকৃত সার দাম বৃদ্ধির আগে মজুদ করা হয়েছিল। সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টির চেষ্টা করেছিলেন ওই ব্যবসায়ী। দোকানে মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক রাখার অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Have patience for election

Chief Adviser Prof Muhammad Yunus yesterday said the government would issue a roadmap to the election as soon decisions on electoral reforms are made.

6h ago