মরিচের উৎপাদন কম হলেও এত দাম অস্বাভাবিক: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক
আজ শনিবার সকালে টাঙ্গাইলে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

মরিচের উৎপাদন কম হলেও এত দাম অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

আজ শনিবার সকালে টাঙ্গাইলে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, 'এখানে সব সময় উভয় সংকেট। যদি জিনিসপত্রের দাম বাড়ে, বিশেষ করে খাদ্যশস্যের, স্বাভাবিকভাবেই মানুষ কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সমালোচনা করে।'

তিনি বলেন, 'পেঁয়াজের দাম যখন বাড়ে তখন আমি ফরিদপুর, রাজবাড়ী, পাবনায় গেছি। সেখানে চাষিরা বলে, "আমরা পেঁয়াজের সুষ্ঠু দাম চাই। গত বছর আমরা দাম পাইনি, পেঁয়াজ পচে গেছে, আমরা ফেলে দিয়েছি।" একদিকে চাষিরা বলছে দাম বাড়ান, কাজেই উভয় সংকটের মধ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। আমরা চাই, যারা গরিব মানুষ; রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, সীমিত আয়ের মানুষ যাতে ন্যায্য দামে খাদ্যশস্য কিনতে পারে। আমরা চাষিরা যারা কঠোর পরিশ্রম করে তাদের ঘাম-শ্রম-রক্তকে সোনালি ফসলে রূপান্তর করে, আমে রূপান্তর করে, পেঁয়াজে রূপান্তর করে তাদেরও সঠিক দাম পাওয়া উচিত। ন্যায্য দাম পাওয়া উচিত।'

'এটা করতে গিয়ে অনেক সময় আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারপরও এটা খুবই কম সময়ের জন্য। আমাদের দেশে এ বছর মরিচ তেমন হয়নি। উৎপাদন কিছু কম হয়েছে কিন্তু এত দাম এটা আমরা মোটেই আশা করি না। এটা অস্বাভাবিক। যারা এর সঙ্গে জড়িত—কিছু ব্যবসায়ী, কিছু উচ্চ মুনাফা লোভী...তাদের বিরুদ্ধে আমাদের আরও বেশি কঠোর হতে হবে এবং সেটা আমরা চেষ্টা করছি,' বলেন রাজ্জাক।

তিনি আরও বলেন, 'প্রতিটি জেলায় যেখানে মরিচের উৎপাদন হয় সেখানে আমাদের ম্যাজিস্ট্রেটরা যাচ্ছে, কোর্ট বাসাচ্ছে এবং বিচারের আওতায় নিয়ে আসছে। এটাকে আরও আমরা শক্তিশালী করব।'

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

18m ago