ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-ছেলে দগ্ধ

রাজধানীর ভাটারা পূর্ব নূরেরচালা এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-ছেলে দগ্ধ হয়েছেন।
বুধবার সন্ধ্যায় পূর্ব নুরেরচালা বাজার এলাকার স্কুলে পাশে একটি টিনসেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন—হালিম শেখ (৫০) ও তার ছেলে হানিফ শেখ (২৪)। হালিম শেখের স্ত্রী শিউলী বেগমও সামান্য দগ্ধ হয়েছেন।
হালিম স্থানীয় ক্যাবল সার্ভিস প্রোভাইডার এজেন্ট অফিসে কাজ করেন। হানিফ গাড়িচালক।
শিউলী বেগম জানান, সন্ধ্যায় গ্যাসের চুলায় রান্না বসিয়ে তিনি পাশের ঘরে কাজ করছিলেন। রান্নাঘরের পাশেই ছিলেন হালিম ও হানিফ। সিলিন্ডার থেকে হঠাৎ বিস্ফোরণ হলে তাদের দুজনের শরীরেই আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদেরকে হাসপাতালে নেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, ভাটারা এলাকা থেকে দুজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে হালিম শেখের শরীরের ৭০ শতাংশ ও হানিফের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Comments