নীলফামারীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

নীলফামারীতে চিলাহাটি এক্সপ্রেসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে নীলফামারী রেল স্টেশনের অদূরে লেভেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার চওড়া বড়গাছা পাটোয়ারীপাড়া গ্রামের বাসিন্দা ভবেশ চন্দ্র রায় (৩০) ও সন্তোষ চন্দ্র রায় (৪৫)।

তারা সম্পর্কে চাচাতো ভাই এবং নির্মাণ শ্রমিক হিসেবে কর্মস্থলে যাচ্ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও রেল পুলিশ সূত্রে জানা যায়, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে পলাশবাড়ী কানাইকাটা রেল ক্রসিংয়ে পৌঁছালে সেখানে লাইনের ওপর থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন এবং তাদের মোটরসাইকেলটি ট্রেনের ইঞ্জিনে আটকে যায়। ট্রেনটি আটকে থাকা মোটরসাইকেলসহ পরবর্তী নীলফামারী স্টেশনে এসে থামে।

স্থানীয়রা অভিযোগ করেছেন যে, এই রেল ক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান ছিল না। এর আগেও এখানে একাধিক ব্যক্তি ট্রেন চাপায় নিহত হয়েছেন।

নীলফামারী রেলস্টেশন মাস্টার মিঠুন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেল ইঞ্জিনের সাথে আটকে থাকা বাইকটি নীলফামারী স্টেশনে সরিয়ে নেওয়ার পর ট্রেনটি পুনরায় তার নির্ধারিত গন্তব্যে যাত্রা করে।

সৈয়দপুর রেল পুলিশের অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী বলেন, ঘটনার পরপরই রেল পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Comments

The Daily Star  | English

USTR yet to give date for final tariff talks

The Trump administration is scheduled to apply the new tariff rates for the countries concerned from August 1.

11h ago