সেন্ট মার্টিনে আগুনে পুড়ল ৩ রিসোর্ট

সেন্ট মার্টিন দ্বীপে গত রাতে আগুনে পুড়েছে তিনটি রিসোর্ট। ছবি: ভিডিও থেকে নেওয়া

সেন্ট মার্টিনে আগুনে তিনটি রিসোর্ট পুড়ে গেছে। গত রাতের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, আগুনে বিচ ভ্যালি রিসোর্ট সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এ ছাড়া কিংশুক রিসোর্টের ছয়টি কক্ষ এবং শায়েরি রিসোর্টের একাংশ পুড়ে গেছে।

রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই ঘটনা ঘটে।

তিনি আরও জানান, এই ঘটনায় কোনো পর্যটক বা স্থানীয় বাসিন্দা হতাহত হননি। অগ্নিনির্বাপণ সরঞ্জামের অভাবে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো যায়নি। তবে আগুন লাগার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন বলে জানান মুজিবুর।

সেন্ট মার্টিনের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, দ্বীপে ফায়ার সার্ভিস না থাকার কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

Comments