বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নারী-শিশুসহ আহত ১৬

ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে বাসটি পুকুরে পড়ে যায়। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে নারী-শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ৮ জনকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার করিমগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বাস বাজিতপুর-নিকলী সড়কের জ্ঞানপুর মোড় এলাকায় একটি ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে পুকুরে পড়ে যায়। 

খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক জানান, যাত্রীদের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 

তিনি বলেন, 'পুকুর থেকে বাসটি উদ্ধারের জন্য পুলিশের রেকার ভ্যান কল করা হয়। বাস উদ্ধার হলে ডুবুরিদের মাধ্যমে পুকুরে তল্লাশি করা হবে।'

Comments

The Daily Star  | English

Fire breaks out at Korail slum

Five fire engines are rushing to the spot after the blaze originated around 4:15pm

20m ago