কুমিল্লা-সিলেট মহাসড়কে বাস-লরি-ট্রাকের সংঘর্ষ, ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

কুমিল্লা, দেবিদ্বার, সড়ক দুর্ঘটনা,
দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে বাস, ট্রাক ও লরির ত্রিমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর কুমিল্লা-সিলেট মহাসড়কের যান চলাচল তিন ঘণ্টা ধরে বন্ধ আছে।

আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এ দুর্ঘটনায় কেউ নিহত না হলেও প্রায় ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যান উদ্ধারের জন্য একটি ক্রেইন আনা হচ্ছে।'

স্থানীয় বাসিন্দারা জানান, লরির সঙ্গে ধাক্কা লেগে বাসটি একটি ট্রাককে ওভারটেক করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। বাসটি কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিল এবং লরিটি চট্টগ্রাম বন্দর থেকে সিলেট যাচ্ছিল।

এ দুর্ঘটনার কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ দুই ঘণ্টা কুমিল্লার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জসহ বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধারের পর মহাসড়কে যান চলাচল শুরু হবে।

Comments

The Daily Star  | English

ICT to interrogate Palak over internet shutdown

Ex-Jatrabari OC Hasan will also be interrogated over murder

1h ago