শ্যামপুরে বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

দগ্ধরা হলেন, তুষার (৪০), জামাল (২৫) ও জামিল (২৪)। 

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শ্যামপুর সাততলা নীল বিল্ডিং নামে পরিচিত একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ তুষারের ভাই মো. দিপু দ্য ডেইলি স্টারকে জানান, ওই ভবনের সপ্তম তলায় থাকেন তুষার। আর ষষ্ঠ তলায় থাকেন জামাল। জামিল থাকেন জুরাইন বাগানবাড়ি এলাকায়। গতরাতে তুষারের বাসায় গিয়েছিলেন জামাল ও জামিল। মধ্যরাতে বাসায় বিস্ফোরণ হলে তারা তিনজনই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তিনি জানান, দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে গিয়ে তিনজনকে দগ্ধ দেখতে পান। ধারণা করা হচ্ছে, রুমে জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণ হয়েছে এবং বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন।

জামিলের বাবা ইকবাল হোসেন ডেইলি স্টারকে জানান, তাদের বাসা জুরাইন বাগানবাড়ি এলাকায়। যে বাসায় দুর্ঘটনা ঘটেছে, জামিল প্রায়ই সেখানে যেত। সোমবারও গিয়েছিল। তবে গতরাতে কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম ডেইলি স্টারকে জানান, শ্যামপুর থেকে তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে তুষারের শরীরের শতভাগ পুড়ে গেছে, জামিলের ৫৫ শতাংশ এবং জামালের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

Comments

The Daily Star  | English
Protests disrupt city life in Dhaka

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago