কালিহাতীতে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ২

রোববার সকালে উপজেলার মসিন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে
টাঙ্গাইলে টাকার জন্য হত্যা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও দুই জন গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার সকালে উপজেলার মসিন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা যাত্রী আবু তালেব একই উপজেলার ছাতিহাটী গ্রামের আসর আলীর ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী।

আহত অপর দুজন অটোরিকশার চালক ও যাত্রী।

এলেঙ্গা ফায়ার সার্ভিস কর্মকর্তা বেলাল হোসেন জানান, নিহত আবু তালেব এলেঙ্গা বাজার থেকে অটোরিকশা করে ছাতিহাটী যাচ্ছিলেন। মসিন্দা এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক ও দুই যাত্রী আহত হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইন-চার্জ আতিকুর রহমান জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

টাঙ্গাইলের ঘারিন্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুনীল সূত্রধর দ্য ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনার সময় অটোরিকশাটি গেটম্যানবিহীন অবৈধ লেভেল ক্রসিং পাড় হচ্ছিল।

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, রেলওয়ে পুলিশের সূত্রমতে জয়দেবপুর-বঙ্গববন্ধু সেতু রেলপথের টাঙ্গাইল জেলা অংশে কমপক্ষে ৩০টি গেটম্যানবিহীন লেভেল ক্রসিং রয়েছে। এসব স্থানে মাঝে মাঝেই দুর্ঘটনা এবং প্রাণহানীর ঘটনা ঘটে।

Comments