উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫০ ঘর
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে।
গতরাত আড়াইটার দিকে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কেউ হাতহত হয়নি বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৮-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর।
তিনি বলেন, এটি অগ্নিকাণ্ড নাকি পরিকল্পিত ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন কীভাবে ছড়ালো খোঁজ নেয়া হচ্ছে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
এ বছরের ৫ মার্চ একই ক্যাম্পের অন্য একটি ব্লকে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায় ২২০০ ঘর, ক্ষতিগ্রস্ত হয় ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা।
এর আগে ২০২১ সালের ২২ মার্চ তিনটি ক্যাম্পে এক সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় ১১ জনের মৃত্যু ও ৫ শতাধিক আহত হন। পুড়ে গিয়েছিল ১০ হাজারের বেশি ঘর।
Comments