চাঁদপুরে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/05/06/img_5066.jpg)
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর দেড়টার দিকে দেবপুর এলাকায় ঘটনাটি ঘটে।
ওই এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী মো. রুবেল জানান, চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী সিএনজি অটোরিকশাটিতে চারজন যাত্রী ছিলেন। প্রবল বৃষ্টির মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন হাজীগঞ্জের পইল গ্রামের আবু তাদের মোল্লা (৫৫) তার ছেলে মামুন মোল্লা (২৫)। অটোরিকশায় থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাজীগঞ্জ হাসপাতালে নেওয়া হয়েছে।
বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, নিহত আবু তাদের মোল্লা পেশায় গরু ব্যবসায়ী। চাঁদপুরের সফরমালিতে গরু কেনাবেচা শেষে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনায় নিহত হন।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার এসআই খোরশেদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। বালুবাহী পিকআপটিও জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
Comments