ডিসেম্বরে ৫১৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১২

স্টার অনলাইন গ্রাফিক্স

বিদায়ী বছরের ডিসেম্বর মাসে সারা দেশে ৫১৭টি সড়ক দুর্ঘটনায় ৫১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৭৯৩ জন।

দুর্ঘটনায় ৫৯ নারী ও ৬৪ শিশুর প্রাণ ঝরেছে সড়কে। ৩৯ দশমিক ২৫ শতাংশ প্রাণহানি হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ২১৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০১ জন। দুর্ঘটনার হার ৪১ দশমিক ১৯ শতাংশ।

ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় ১১৪ জন পথচারী নিহত হয়েছেন। যা মোট নিহতের ২২ দশমিক ২৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন।

এই সময়ে নয়টি নৌ-দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু, ১৪ জন আহত ও ১১ জন নিখোঁজ হয়েছেন। রেলপথে ২৬টি দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু ও ২৩ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজপোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যেরভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Sagar-Runi murders: HC grants 6 more months to taskforce to end probe

Additional attorney general seeks nine-month time citing lost documents, staff transfers

32m ago