সাভারে গ্যাস সিলিন্ডার ডিপোতে বিস্ফোরণে দগ্ধ ৫

Savar_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ডিপোতে বিস্ফোরণে শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন।

আজ শনিবার সকাল ৯টার দিকে জামগড়া তেঁতুলতলা এলাকার বিল্লাল এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।

দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪ এর উপপরিচালক মোহাম্মদ আলাউদ্দিন।

তিনি বলেন, 'ডিপোটিতে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস রিফিল করা হতো। সকাল ৯টার দিকে ডিপোর অনেকগুলো সিলিন্ডারের মধ্যে ৪টি সিলিন্ডারের বিস্ফোরণ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহতদের নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। ডিপোর ভেতরে বাসাবাড়ি ছিল এবং আহতরা সেখানেই বসবাস করতেন।'

ফায়ারসার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, 'ডিপোর অনুমোদন ছিল না, সেখানে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না এবং ফায়ার সার্ভিসের সনদও ছিল না তাদের।'

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক হারুন অর রশিদ ডেইলি স্টারকে বলেন, 'গ্যাস সিলিন্ডার ডিপোতে বিস্ফোরণে দগ্ধ শিশুসহ ৫ জনকে সকাল ১০টার দিকে হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।'

দগ্ধরা হলেন—প্রতিষ্ঠানটির মালিক মো. বিল্লাল হোসেন (৩০), শরিফুল ইসলাম (২৫), নুরনবী (২৮), শাহাআলম (২৬) ও সোহাগ (৯)।

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

28m ago