গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুরে একটি প্যাকেট তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে জয়দেবপুরের মাড়িয়ালিতে এস এম ফুড প্যাকেজিং কারখানায় এ আগুন লাগে।
রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ ছামাদ মিয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
Comments