চাঁদপুরে পিকআপ ভ্যানচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

চাঁদপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া এলাকায় পিকআপ ভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালকসহ আরও ৩ যাত্রী।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়াপাড়া-হোসেনপুর গ্রামের মধ্যবর্তী কচুয়া সড়কের বশির উল্লাহ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম (৪৫) ও আব্দুর রব (৫৫) শাহরাস্তি উপজেলার হোসেনপুর গ্রামের স্বর্ণকার পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃষ্টি নামার পর কচুয়া অভিমুখী পিকআপ ভ্যানটি কালিয়াপাড়ার দিকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসেন। ঘটনার পর পিকআপ ভ্যানচালক পালিয়ে যান।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, 'নিহতদের সুরতহাল তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খালিদুর রহমান জিহাদ বলেন, 'আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Crowd control operations: Police seek to restrict use of lethal arms

A special committee of the Police Headquarters recommends replacing 50 percent of the long barrel firearms with short-barrel ones in order to lower casualties during crowd control operations.

7h ago