সিলিন্ডারের গ্যাসের আগুনে মৃত্যু বেড়ে ১৪
গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।
আজ বুধবার ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান দগ্ধ কোমেলা বেগম (৬৫)।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কোমেলা বেগমের শরীরের ৮০ শতাংস দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৪ জন মারা গিয়েছেন। বর্তমানে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।
কোমেলা বেগমের ছেলে শাকিল আহমেদ জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার পানগাড়ি গ্রামে। তারা সবাই কালিয়াকৈরে থাকেন। এই ঘটনায় তার ভাগ্নি জামাই পোশাক শ্রমিক লালন (২৪) দগ্ধ হয়ে আইসিইউতে ভর্তি আছেন।
Comments