মুন্সীগঞ্জ ও কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

মুন্সীগঞ্জে দুর্ঘটনাকবলিত পিকআপ। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ ও কুড়িগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

আজ দুপুর দেড়টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের হাঁসাড়া এলাকায় একটি মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা লেগে উল্টে যায়।

এ দুর্ঘটনায় নিহত হন মো. হাফেজ (৪৫) ও মো. শহিদুল (৪২)। এ ছাড়া, আরও পাঁচ জন আহত হন। তাদের সবাই মাছ ব্যবসায়ী।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আকলিমা রৌশন বলেন, 'দুর্ঘটনায় আহত সাত জনের মধ্যে দুজন হাসপাতালে আনার পর মারা গেছেন। বাকি পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

হাঁসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, 'দুর্ঘটনাকবলিত পিকআপটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।'

আজ সকাল ১০টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের পাথারি মসজিদ এলাকায় বাসচাপায় নিহত হয়েছেন কৃষক মফিজ উদ্দিন (৪৩)।

তিনি নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধরকার কুটি গ্রামের বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম (৫০) দ্য ডেইলি স্টারকে বলেন, 'উপজেলার মাদিনাতুল উলুম ক্যাডেট মাদ্রাসায় পড়েন মফিজ উদ্দিনের ছেলে। প্রতিদিনের মতো আজ সকালে ছেলের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন তিনি। রাস্তা পাড় হওয়ার সময় ঢাকাগামী একটি বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।'

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বলেন, 'দুর্ঘটনার পরপরই স্থানীয়রা সড়ক অবরোধ করলে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল। ঘাতক বাস ও এর চালককে আটক করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি পেয়ে স্থানীয়রা অবরোধ তুলে নেন।'

তিনি বলেন, 'মফিজ উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English
Chinese firms bullish on Bangladesh’s manmade fibre

Chinese firms bullish on Bangladesh’s manmade fibre

Non-cotton garments are particularly lucrative, fetching higher prices than traditional cottonwear for having better flexibility, durability

14h ago