ময়মনসিংহ, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ময়মনসিংহ, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।
আজ সকালে এসব দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তালদিঘী এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল সাড়ে ৭টার দিকে শেরপুর থেকে ঢাকাগামী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক কামরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পিকআপ ভ্যানে থাকা অপর দুই ব্যক্তি আব্দুল কাদির ও মিজানুর রহমান গুরুতর আহত হন। পরে এ দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।'

নিহত ৩ জনের বাড়ি হালুয়াঘাট উপজেলায় বলে জানান ওসি।

ঝিনাইদহের মহেশপুরে বালুবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। 

আজ সকালে মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশপুর উপজেলার ঘুগড়ী গ্রামের কাশেম মিয়া ও পান্তাপাড়া গ্রামের আলমগীর হোসেন। আহতরা হলেন- তাসলিমা খাতুন, সেলিম হোসেন, আকিদুল ইসলাম ও কালু মিয়া। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশাযোগে কয়েকজন যাত্রী সকাল সাড়ে ৭টার দিকে মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাশেম মিয়া ও আলমগীর হোসেন মারা যান। আহত হন আরও ৪ জন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৪ জনকেই যশোরে পাঠানো হয়।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজিবুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে পাঠানো হয়েছে।' 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'সকালে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।'

কুষ্টিয়ায় ট্রাকচাপায় আইলচারা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জামাল উদ্দিন নিহত হয়েছেন।

আজ সকাল ১০টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের বটতৈল মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা নিহতের বিষয়টি ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত কুষ্টিয়া সদর মডেল থানার এসআই দিলীপ সরকার বলেন, 'ট্রাকটি সার্ভিসিং করার পর অন্য কেউ ট্রায়াল দিচ্ছিলেন। তাকে এখনো আটক কিংবা শনাক্ত করা সম্ভব হয়নি।'
 

Comments

The Daily Star  | English

Asphalt melting due to heat, bargain bitumen

Amid the persisting heatwave, road surface in several districts has melted due to what experts say is the use of bitumen not strong enough to withstand extreme heat.

35m ago