মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

মানিকগঞ্জে ট্রাক- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। ছবি: স্টার

মানিকগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন।

আজ সোমবার সকাল ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ সড়কে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত ও আহত সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।

নিহতরা হলেন-- মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডী গ্রামের অটোরিকশা চালক শাহীন মোল্লা, যাত্রী (৪২) জসিম তালুকদার (৪৫) ও তার নাতনি- ইয়াসিন (৫)।

আহতরা সবাই ২৫০-শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে হামজা (৩) ও ফৌজিয়ার (৩০) অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালটির মর্গে রাখা হয়েছে।

Comments