রাস্তার পাশে শুয়ে থাকা ভবঘুরে গাড়িচাপায় নিহত, চালক গ্রেপ্তার
গাড়িচাপায় রাস্তার পাশে শুয়ে থাকা এক ভবঘুরে নিহতের ঘটনায় এক কাভার্ডভ্যান চালককে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের বন্দর থানা পুলিশ।
গ্রেপ্তার আজমত আলীকে (৬১) আজ সোমবার কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
গতকাল রোববার ওই ভবঘুরে নিহতের পর রাতে গ্রেপ্তার করা হয় আজমতকে।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বন্দর থানাধীন গোসাইলডাঙা আমিন ফিউচার পার্ক মার্কেটের সামনে রাস্তায় নাম-পরিচয়হীন এক ভবঘুরেকে চাপা দেয় অজ্ঞাত কাভার্ডভ্যান।
নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
গ্রেপ্তার চালক আজমত আলী রোকসানা পরিবহনের গাড়ি চালাতেন বলে পুলিশ জানিয়েছে। সড়ক পরিবহন আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা কিশোর মজুমদার বলেন, 'গাড়িচাপার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করলেও তাৎক্ষণিক গাড়িটি শনাক্ত করা যায়নি। সিসিটিভিতে অস্পষ্ট গাড়ির ছবি পেলেও সেটি চিহ্নিত করা যায়নি।'
'পরে সেই অস্পষ্ট গাড়ির ছবি দিয়ে খোঁজ শুরু হয়। অবশেষে খোঁজ মেলে চালকের। তাকে ফকিরহাট বড় বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়,' বলেন তিনি।
Comments