৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
রাজধানীর তেজগাঁওয়ে ট্রেন লাইনচ্যুতির প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধারের পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে, আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তেজগাঁও রেলস্টেশনের কাছে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনের লোকোমোটিভের সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের একটি ক্রেনের সংঘর্ষ হয়।
এ ঘটনায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং ঢাকা-ময়মনসিংহ রেলপথের জয়দেবপুর ও টঙ্গীতে বলাকা এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেসসহ যাত্রীবাহী চারটি ট্রেন আটকা পড়ে।
Comments