তেজগাঁওয়ে ক্রেনের সঙ্গে সংঘর্ষে ট্রেন লাইনচ্যুত

তেজগাঁওয়ে ট্রেন দুর্ঘটনা
তেজগাঁওয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর রেললাইনের ওপর গিয়ে পড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি ক্রেন। ছবি: শাহীন মোল্লা/ স্টার

তেজগাঁওয়ে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর দেশের বেশিরভাগ অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ বিকেল ৫টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে।

রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খাইরুল কবির দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, উদ্ধার অভিযান চালানোর পথে রয়েছেন তারা।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক সেকেন্দার আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনের লোকোমোটিভের সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের একটি ক্রেনের সংঘর্ষ হয়। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

তেজগাঁও স্টেশনে ট্রেন দুর্ঘটনা
ক্রেনের সঙ্গে সংঘর্ষের পর লাইনচ্যুত হয় তিতাস কমিউটার ট্রেনের লোকোমোটিভ। ছবি: শাহীন মোল্লা/স্টার

হতাহতের সংখ্যা নিশ্চিত করতে না পারলেও তিনি বলেন, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে জয়দেবপর জংশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হানিফ আলী ও টঙ্গী জংশনের স্টেশন মাস্টার মো. রাকিবুর রহমান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, তেজগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের জয়দেবপুর ও টঙ্গীতে বলাকা এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেসসহ যাত্রীবাহী চারটি ট্রেন আটকে আছে।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

2h ago