জামালপুর

লেভেল ক্রসিংয়ে পুলিশ ভ্যান, ট্রেনের ধাক্কায় কনস্টেবল নিহত

‘নিহত পুলিশ কনস্টেবল হলেন আহসানুল হক ও গুরুত্বর আহত কনস্টেবল হলেন আরিফ মিয়া।’
ট্রেন দুর্ঘটনা
জামালপুর সদর উপজেলায় শেখেরভিটা লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় পড়া পুলিশ ভ্যান। ছবি: সংগৃহীত

জামালপুর সদর উপজেলায় রেল দুর্ঘটনায় এক কনস্টেবল নিহত হয়েছেন। এতে আরও এক কনস্টেবল গুরুত্বর আহত হয়েছেন।

আজ রোববার ভোর সোয়া ৪টার দিকে সদর উপজেলার শেখেরভিটা লেভেল ক্রসিংয়ে উঠে পড়া পুলিশের পিকআপ ভ্যানে ট্রেন ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

জামালপুর জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত পুলিশ কনস্টেবল হলেন আহসানুল হক ও গুরুত্বর আহত কনস্টেবল হলেন আরিফ মিয়া।'

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'আজ ভোরে দেওয়ানঞ্জগামী লোকাল ট্রেনের সঙ্গে পুলিশের টহলরত গাড়ির ধাক্কা লাগে। সে সময় দুই পুলিশ কনস্টেবল গুরুত্বর আহত হন।'

'আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহসানুলকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরিফ হোসেনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।'

Comments