টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুসহ ৩ জনের
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়িতে ট্রেনের ধাক্কায় শিশুসহ তিন জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল রুটে এ ঘটনা ঘটে।
মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তাদের মধ্যে ২ জন পুরুষ, যাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে এবং অপরজন ৬-৭ বছরের এক শিশু।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব সংযোগ সড়কে ঢাকাগামী একটি বাস যান্ত্রিক ত্রুটির জন্য রাস্তার পাশে থামে। এ সময় বাসের কয়েকজন যাত্রী বাস থেকে নেমে পাশের রেললাইনে হাঁটাহাটি করছিলেন। তখন ট্রেনটি তাদের ধাক্কা দেয়। খবর পেয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে যায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থানার সহকারী উপ-পরিদর্শক মোহহাম্মদ তৈয়ব দ্য ডেইলি স্টারকে জানান, ট্রেনের ধাক্কায় ওই তিন জন ঘটনাস্থলেই প্রাণ হারান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা না গেলেও তাদের বাড়ি নাটোর বলে ধারণা করা হচ্ছে।
ইতোমধ্যে দুর্ঘটনার বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।
Comments