খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় সেভ দ্য চিলড্রেনের কর্মী তৈমুরের মৃত্যু

সেভ দ্য চিলড্রেন কর্মচারীর মৃত্যু
নূর-ই-আলম তৈমুর। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সেভ দ্য চিলড্রেনের এক কর্মী মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তির কানে ইয়ারফোন ছিল এবং সেই সময় ওই লাইনে পার হওয়া দুই ট্রেনের একটি তিনি খেয়াল করেননি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর জানান, নিহত নূর-ই-আলম তৈমুর সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের টেকনিক্যাল স্পেশালিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

এসআই আরও জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে তৈমুর খিলক্ষেতের বেপারীপাড়ার বাসা থেকে অফিসের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। কানে ইয়ারফোন নিয়েই তিনি রেললাইন পার হচ্ছিলেন। তখন ঢাকা থেকে বিমানবন্দরগামী একতা এক্সপ্রেস দেখতে পেলেও বিপরীত দিক থেকে আসা অন্য ট্রেন মহানগর এক্সপ্রেস খেয়াল করেননি। মহানগর এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আরও জানান, পথচারীরা চিৎকার দিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করলেও কানে ইয়ারফোন থাকায় তাদের কথা শুনতে পাননি তৈমুর।

পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তৈমুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই।

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এক ফেসবুক পোস্টে বলেছে, সম্ভাবনাময় তৈমুরের এই অকাল প্রয়াণে সংস্থার সব কর্মী শোকস্তব্ধ। সেভ দ্য চিলড্রেন তার বিদেহি আত্মার শান্তি কামনা করছে।

Comments

The Daily Star  | English
Bangladesh national election timeline

EC preparing to hold next national polls in December

Election Commissioner Abul Fazal says after briefing development partners about the next polls

33m ago