উত্তরায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু, মালিক পলাতক

প্রতীকী ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকার উত্তরায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে উত্তরা কোটবাড়ী রেল গেট এলাকায় এ ঘটনা ঘটে।  

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, 'দুজন মাহুত রেললাইন ধরে দুটি হাতি নিয়ে যাচ্ছিল। সেসময় চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন একটি হাতিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণীটি মারা যায়। মাহুতরা অন্য হাতিটি নিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেছে।

ঘটনাটি বন বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান তিনি।

বন অধিদপ্তরের সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ) ইমরান আহমেদ বলেন, 'হাতির মালিককে এখনো শনাক্ত করা যায়নি। আমরা ময়নাতদন্ত করব এবং সম্ভব হলে ঘটনাস্থলেই প্রাণীটিকে দাফন করব।'

Comments