১২ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নেভেনি বাবুরহাট বাজারে, উঠছে ধোঁয়া

বাজারের বেশ কয়েকটি কাপড়ের দোকান থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। ছবি: স্টার

নরসিংদীর বাবুরহাটের আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখনো ঘটনাস্থলে কাজ করছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মাধবধী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খায়রুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

মাধবধী থানার বাবুরহাট বাজারে রোববার রাত ১১টা ১০ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৭ ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্টেশন অফিসার খায়রুল আলম বলেন, 'আগুন এখনো নেভানো যায়নি। বাজারে কাপড় পুড়ে ধ্বংসস্তূপ হয়েছে। কাপড়ের ছাই ভেদ করে পানি ভেতরে প্রবেশ করছে না। ফলে, এখনো ধোয়া বের হচ্ছে। যেখান থেকে ধোয়া বের হচ্ছে, সেখানেই পানি দেওয়া হচ্ছে।'

দুপুরে সরেজমিনে বাবুরহাট বাজারে গিয়ে দেখা যায়, অন্তত ১০-১২টি কাপড়ের দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তা করছেন স্থানীয়রা। 

দোকান মালিকদের হতাশা প্রকাশ করছেন। অনেকে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ৭৫টি দোকান পুড়ে গেছে এবং প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ ডেইলি স্টারকে বলেন, 'বাবুরহাটের কাপড়ের পট্টি থেকে আগুনের সূত্রপাত। পরে আশপাশে ছড়িয়ে পড়ে। কী থেকে আগুনের সূত্রপাত তা এখনই বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে।'

 

Comments

The Daily Star  | English

Not for kidney patient, they tried to rob bank for iPhones

Police say three robbers fabricated a story claiming that the robbery was to save a kidney patient

24m ago