বাবুরহাট: আড়াই ঘণ্টার আগুনে ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

বাবুরহাট বাজারে রোববার রাত ১১টার দিকে আগুন লাগে। ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের হাট নরসিংদীর বাবুরহাট বাজারে রোববার রাতের আগুনে ৭৫টি দোকান পুড়ে গেছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।

রোববার রাত ১১টা ১০ মিনিটে মাধবধী থানার বাবুরহাট বাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৭ ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে বাজারের বেশ ক্ষয়ক্ষতি হলেও, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

বাবুরহাট বণিক সমিতির সভাপতি গিয়াসউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রতি শুক্রবার ও শনিবার আমাদের হাটবার। রোববারও কিছু বেচাকেনা হয়। প্রতিটা দোকানেই পর্যাপ্ত কাপড় ছিল।'

প্রতি সপ্তাহে এ বাজারে গড়ে ৫ কোটি টাকা লেনদেন হয় উল্লেখ করে তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছোটবড় মিলিয়ে প্রায় ৭৫টি দোকান পুড়েছে। ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে ২০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।'

বণিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া ডেইলি স্টারকে বলেন, 'এমন অনেক কাপড় আছে গজ ১৩০ টাকা, প্রতি রোলে থাকে ১০০ গজ। প্রতিটি দোকানে এমন শতশত, হাজার হাজার রোল কাপড় থাকে।'

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ ডেইলি স্টারকে বলেন, 'বাবুরহাটের কাপড়ের পট্টি থেকে আগুনের সূত্রপাত। পরে চারপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর আসে ১১টা ১৭ মিনিটে। নরসিংদী ছাড়াও নারায়ণগঞ্জ ও গাজীপুরের কয়েকটি ইউনিট যোগ দেয়।'

'কী থেকে আগুণের সূত্রপাত তা এখনই বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে হতে পারে,' যোগ করেন তিনি।

ইতোমধ্যে নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

 

 

Comments

The Daily Star  | English
US tariff impose on India 2025

Trump says US to impose 25% tariff on India from Aug 1

US President Donald Trump said on Wednesday that United States will impose a 25% tariff on goods imported from India starting on August 1

25m ago