ঝড়ো হাওয়ায় সেন্টমার্টিনগামী স্পিডবোটডুবি, ১ জনের মৃত্যু

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ে তলা ফেটে যাত্রীবাহি একটি স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার দুপুর দেড়টার এ ঘটনায় স্পিডবোটের যাত্রী ফিরোজা বেগম (৫৫) মারা গেছেন। তিনি সেন্টমার্টিন ইউনিয়নের ডেইলপাড়ার বাসিন্দা আব্বাস আলীর স্ত্রী এবং ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক সদস্য।

তবে ১৭ পর্যটকসহ স্পিডবোটে থাকা বাকি ২৩ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এবং সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওর্য়াডের সদস্য ও স্পিডবোট মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম জানান, ডাবল ইঞ্জিনের  স্পিডবোটটিতে ২২ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ১৭ জন পর্যটক ও ৫ জন স্থানীয় বাসিন্দা। এ ছাড়া চালক ও তার সহকারীসহ মোট ২৪ জন ছিলেন।

খোরশেদ আলম আরও জানান, আজ দুপুরের দিকে টেকনাফ পৌরসভা এলাকার কায়ুকখালী ঘাট থেকে ডাবল ইঞ্জিনের স্পিডবোটটি সেন্টমার্টিনের দিকে রওনা দেয়। টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের নাফনদীর ও বঙ্গোপসাগরের মোহনার নাইক্ষংদিয়ার টুরারমাথা (গোলগড়া) এলাকায় ঝড়ো হাওয়ার কবলে পড়ে স্পিডবোটটি তলা ফেটে পানিতে ডুবে যেতে থাকে। ওইসময়  কোস্টগার্ডের একটি টহল দল এবং  যাত্রীবাহী আরেকটি স্পিডবোট এসে সব যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।

তবে ফিরোজা বেগমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সেন্টমার্টিনের ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেন্টমার্টিনের ২০ শয্যা বিশিষ্ট  হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নাঈমুর রহমান বলেন, 'স্পিডবোটডুবির ঘটনায় ৩ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তারমধ্যে ফিরোজা মারা গেছেন। অপর দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

Comments

The Daily Star  | English

A floating mosaic of guavas, baskets and people

During the monsoon, Jhalakathi transforms into a floating paradise. Bhimruli guava market comes alive with boats carrying farmers, buyers, and tourists.

11h ago