জামালপুরে বিদ্যুৎপৃষ্টে দাদা-নাতির মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে কান্দারপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের মজিবর রহমান (৬০) বাড়ির পাশের জমিতে বিদ্যুৎ চালিত সেচযন্ত্র দিয়ে সেচ কাজ করছিলেন। এ সময় তার নাতি কাওসার (৩) ওই সেচযন্ত্রের তারে জড়িয়ে যায়। কাওসারকে উদ্ধার করতে গেলে মজিবর রহমানও বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের তারে মজিবর রহমান ও তার নাতি বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের মৃত্যু হয়।

Comments

The Daily Star  | English

'A staged drama'

14 parties boycott proclamation dialogue

2h ago