চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে পড়ে মা-মেয়ের মৃত্যু

স্টার ডিজিটাল গ্রাফিক্স

রংপুরে চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে রংপুর শহরের চব্বিশহাজারী এলাকায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত কৃষ্ণা রানী সরকার (৩৬) ও তার মেয়ে রাজশ্রী সরকার (১১) গঙ্গাচড়া উপজেলার তুলশিরহাট গ্রামের বাসিন্দা ছিলেন। কৃষ্ণা গঙ্গাচড়ার নোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তুলশিরহাট গ্রামের ব্রজেন সরকার সকালে স্ত্রী কৃষ্ণা ও মেয়ে রাজশ্রীকে নিয়ে মোটরসাইকেলে করে রংপুর শহরে যাচ্ছিলেন।

সকাল ১১টার দিকে চব্বিশহাজারী এলাকার কাছাকাছি মোটরসাইকেলের ওপর হঠাৎ একটি গাছের ডাল ভেঙে পড়ে। এতে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর কমিউনিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তির কয়েক ঘণ্টা পর মা ও তার মেয়ের মৃত্যু হয় বলে জানান ওসি রবিউল।

মা ও মেয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

Comments