‘কীভাবে পরিবার চালাব, ঋণ শোধ করব’

মনির হোসেন। ছবি: স্টার

১৯৯৭ সালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট চালু হওয়ার ছয় মাস পরেই সেখানে ব্যবসা শুরু করেন ৬০ বছর বয়সী মনির হোসেন।

কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে দাঁড় করার কাপড় ও বিছানার চাদরের দোকান 'মনির ক্লথিং স্টোর'।

২৬ বছরের দীর্ঘ পরিশ্রমের ফসল আজ বৃহস্পতিবার ভোরে লাগা আগুনে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে মনিরের দোকানের সব কাপড় পুড়ে গেছে। সকাল সাড়ে ১১টার দিকে দোকানের সামনেই তাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

'আমার দোকানে ৬০-৭০ লাখ টাকার মালামাল ছিল। চোখের পলকে সব পুড়ে গেল', দ্য ডেইলি স্টারকে বলেন মনির।

তিনি জানান, নিজের পাঁচ সদস্যের পরিবার, ছেলের পরিবার ও কর্মচারীদের পরিবার এই দোকানের ওপর নির্ভরশীল।

'প্রথমে মার্কেটের অন্য পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা ভেবেছিলাম এখানে আগুন আসবে না। তাই আমরা পণ্য বের করিনি। এখন আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে।'

মনির জানান, ব্যাংক ও এনজিও থেকে তিনি ঋণ নিয়েছেন। এমন অবস্থায় তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

'এখন আমি কীভাবে পরিবার চালাব? কীভাবে ঋণ শোধ করব?' বলেন তিনি।

আজ ভোর ৩টা ৪৩ মিনিটে কৃষি মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট একযোগে কাজ করে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

Comments

The Daily Star  | English
rise of foreign investment in Bangladesh

Bangladesh draws growing attention of foreign investors

Says Uber official in an interview with The Daily Star

12h ago