ট্রলারডুবি: বরসহ ৩ জনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ১
পটুয়াখালীর দশমিনা উপজেলার তেতুলিয়া নদীতে বরযাত্রীসহ ট্রলারডুবির ঘটনায় বর রাব্বি হাওলাদার, তার মা সেলিনা বেগম ও শিশু খাদিজার (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ আছে শিশু মারিয়া আক্তার (৮)।
পটুয়াখালীর নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজওয়ান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাব্বি হাওলাদার ও তার মা সেলিনা বেগমের মরদেহ ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে বদনারচর এলাকা থেকে আজ সকাল সাড়ে ৭টার দিকে এবং একই এলাকা থেকে সকাল সাড়ে ১০টার দিকে শিশু খাদিজার মরদেহ উদ্ধার করা হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পটুয়াখালী ও বরিশালের দুটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
দশমিনা উপজেলার পালদি গ্রামের রাব্বি হাওলাদারের সঙ্গে চর শাহজালালের বাসিন্দা হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। কনের বাড়ি থেকে নববধূকে নিয়ে ফেরার পথে ইঞ্জিনচালিত ট্রলারটি গত শুক্রবার বিকেল ৫টার দিকে নদীতে ডুবে যায়।
দুর্ঘটনায় অন্তঃসত্তা লিপি বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বর রাব্বি হাওলাদার, তার মা সেলিনা বেগম, নিহত লিপি বেগমের শিশু কন্যা খাদিজা (৮), ও নববধূ সুমাইয়া বেগমের ছোট বোন শিশু মারিয়া (৮) নিখোঁজ ছিল।
Comments