টঙ্গীতে দেয়াল ধসে ৩ শ্রমিকের মৃত্যু

গাজীপুরের মানচিত্র। ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স
গাজীপুরের মানচিত্র। ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুর সিটি করপোরেশনের নির্মাণাধীন ড্রেনের ওপর পাশের বাড়ির একটি দেয়াল ধসে ড্রেনে কর্মরত ৩ শ্রমিক মারা গেছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আজ শনিবার সন্ধ্যা ৬টায় টঙ্গী জিনু মার্কেট পাঠানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন ময়মনসিংহের বকুল, টঙ্গী গোপালপুরের সবুজ মিয়া ও নান্দাইল জেলার সুলতান মিয়া।

গাজীপুরের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, দেয়াল ধসের ঘটনায় ৩ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

3h ago