সীতাকুণ্ডে সাগরে নেমে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিখোঁজ

স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের সীতাকুণ্ডে বঙ্গোপসাগরে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। 

আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন-চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসির) শিক্ষার্থী আলী হাসান মারুফ (২৩) ও এনায়েত চৌধুরী (২২)।

আইআইইউসির প্রক্টর মো. ইফতেখার উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নিখোঁজ ২ জনসহ ৩ বন্ধু সমুদ্র সৈকতে গিয়েছিলেন। আধাঘণ্টা আগে আমরা নিখোঁজ হওয়ার খবর পেয়েছি এবং আমরা ঘটনাস্থলে যাচ্ছি।'

কুমিরা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া ডেইলি স্টারকে বলেন, 'মারুফ, একরাম ও এনায়েত সাগরে সাঁতার কাটছিল, হঠাৎ প্রবল স্রোতে মারুফ ও এনায়েত ডুবে যায়। একরাম সাঁতার কেটে তীরে উঠতে পেরেছে। আমরা উদ্ধার অভিযান শুরু করার জন্য ডুবুরিদের ডেকেছি।'
 

Comments

The Daily Star  | English
Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

17h ago