সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ সদস্য নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফকিরহাট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সোনার বাংলার ট্রেনের সঙ্গে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফায়েল আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, একটি ট্রেন পুলিশ ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলে ডিউটিতে থাকা আমার স্টেশনের তিন জন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
নিহতরা হলেন--কনস্টেবল ইস্কান্দার, কনস্টেবল মিজান ও কনস্টেবল হোসাইন।
দুর্ঘটনায় আহত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা হলেন- এস আই সুজন শর্মা ও কনস্টেবল সমর দাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে ১২টার দিকে পুলিশের ভ্যানগাড়িতে ট্রেনের ধাক্কা লাগে। এসময় তারা গিয়ে আহত পুলিশ সদস্যদের সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে একজন নিহত হন। এসময় সিগন্যাল ছিল না, গেটম্যান ছিলেন না।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (সিএমসিএইচ) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুর আলম আশেক ডেইলি স্টারকে বলেন, 'তিন জনকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।'
চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, সীতাকুণ্ডের একটি পুলিশ ভ্যানের সাথে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। আমরা তদন্তের জন্য ঘটনাস্থলে যাচ্ছি।
Comments