বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ওয়াটার বাস ১২ ঘণ্টা পর উদ্ধার
কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় বুড়িগঙ্গায় গতকাল রোববার রাতে ডুবে যাওয়া ওয়াটার বাসটি উদ্ধার করা হয়েছে।
ডুবে যাওয়ার ১২ ঘণ্টা পর আজ সোমবার সকাল ৮টার দিকে নদীর তলদেশ থেকে ওয়াটার বাসটিকে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার ফরহাদুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উদ্ধারকারী জাহাজ এম ভি রুস্তম ওয়াটার বাসটিকে টেনে তুলেছে।
বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় গতকাল রাত সোয়া ৮টার দিকে অর্ধশতাধিক যাত্রীসহ ওয়াটার বাসটি ডুবে যায়।
এ ঘটনায় রাতেই ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন-ঢাকার দোহার উপজেলার জয়পাড়ার মো. ফাহিম (২২) ও কেরানীগঞ্জের চুনকুটিয়ার মো. আলী (১৪)।
৫০-৬০ জন যাত্রী নিয়ে ওয়াটার বাসটি শ্যামবাজার ঘাট থেকে তেলঘাট যাচ্ছিল। হঠাৎ বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে সেটি ডুবে যায়।
Comments