শ্যামলীতে আগুন: ভবন থেকে ১ জনের মরদেহ উদ্ধার

শ্যামলীর রূপায়ন শেলফোর্ড ভবনের আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে রূপায়ন শেলফোর্ড ভবনের আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটি থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ২০ তলা ওই ভবনটিতে আগুন লাগে। রাত ২টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানান, রাত ১১টা ২৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

শেষ পর্যন্ত ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটির ১৮ তলা থেকে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মরদেহটি অজ্ঞাতপরিচয় ৪৫ বছর বয়সী এক পুরুষের বলে জানান মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভবনটি থেকে এখন পর্যন্ত ১৭ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে টিটিএল দিয়ে নামানো হয়েছে ৬ জনকে। 

Comments