শ্যামলীতে রূপায়ন শেলফোর্ড ভবনের আগুন নিয়ন্ত্রণে

শ্যামলীর রূপায়ন শেলফোর্ড ভবনের আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে রূপায়ন শেলফোর্ড ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ২০ তলা ওই ভবনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ১৪ ইউনিটের চেষ্টায় রাত ২টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১১টা ২৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত ১৭ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে টিটিএল দিয়ে নামানো হয়েছে ৬ জনকে। 

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

9h ago