আবারও সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ
সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগি ও ইঞ্জিন উদ্ধার কাজ শেষে ১৫ ঘণ্টা পর শনিবার রাত ৮টার দিকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ শুরু হয়। তবে আজ আবারও সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে।
আজ রোববার ভোর ৫টা থেকে রেলওয়ের ৩টা বগি উদ্ধারে কাজ করছে কুলাউড়া ও আখাউড়া স্টেশন থেকে থেকে আসা ২টি উদ্ধারকারী ট্রেন।
শমশেরনগর রেলওয়ের স্টেশন মাস্টার উত্তম কুমার দেব এ বিষয়ে দ্য ডেইলি স্টারকে জানান, রোববার সকাল ৬টা ১৫মিনিটে ছেড়ে আসা আন্তঃনগর কালনী ট্রেনটি ৭টা ৫০মিনিটে শমশেরনগর স্টেশনে অবস্থান করছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
মেরামত কাজের বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ের স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, 'কিছু সময়ের জন্য সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ আছে। উদ্ধারকৃত ৩টা বগি শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে যাওয়া হবে। কাজ শেষ হওয়ার পর ট্রেন ছেড়ে যাবে।'
সরেজমিনে দেখা গেছে, সকালে ২টি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে।
ট্রেন চলাচল স্বাভাবিক হতে এখনো কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন যোগাযোগ বন্ধ আছে।
Comments