এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫২, আহত ৮৫২: যাত্রী কল্যাণ সমিতি

গত ৩০ এপ্রিল টাঙ্গাইলের ধনবাড়িতে বাসচাপায় দুই স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত হন। ফাইল ছবি

এপ্রিল মাসে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫৫২ জন নিহত হয়েছেন এবং  আহত হয়েছেন ৮৫২ জন। আজ বৃহস্পতিবার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিলের দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

এপ্রিলে রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। এছাড়া, নৌ-পথে ১০ দুর্ঘটনায় ১১ জন নিহত ও ১৬ জন নিখোঁজ হয়েছেন।

এ সময়ে মোট দুর্ঘটনার ৪০ দশমিক ৮৭ শতাংশ ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। ২১৫টি দুর্ঘটনায় ২৩১ জন নিহত হয়েছেন এবং ১৭১ জন আহত হয়েছেন। 

সড়কে দুর্ঘটনায় নিহত-আহতদের মধ্যে ১৬৩ জন চালক, ৯০ জন পথচারী, ৩৭ জন পরিবহনকর্মী, ৩২ জন শিক্ষার্থী, ৪ জন শিক্ষক, ২৫ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বলে জানা গেছে। তাদের মধ্যে ৭৩ জন নারী ও ৬৩ জন শিশু।

মোট দুর্ঘটনার ৪৮ দশমিক ৬৬ শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ২২ দশমিক ৬২ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৬ দশমিক ৩৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনা ঘটেছে।

এপ্রিলে সংগঠিত মোট দুর্ঘটনার ২৮ দশমিক ৫১ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩৪ দশমিক ২২ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ৩০ দশমিক ৯৮ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। 

মোট দুর্ঘটনার ৫ দশমিক ৭০ শতাংশ ঢাকা মহানগরীতে ঘটেছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

3h ago