বজ্রপাতে মানিকগঞ্জ ও ফরিদপুরে ২ জনের মৃত্যু

বজ্রপাত
প্রতীকী ছবি

মানিকগঞ্জের শিবালয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে শিবালয় উপজেলার বোয়ালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত গোকুল মোল্লা (৭০) উপজেলার বোয়ালী পাড়ার বাসিন্দা ছিলেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুরে আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃদ্ধ গোকুল মোল্লা বিকেলে বাড়ির কাছে জমিতে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। 

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর

ফরিদপুরের চরভদ্রাসনে বজ্রপাতে এক গৃহবধূ মারা গেছেন। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের শালিপুর পশ্চিম গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের বাসিন্দা আকলিমা বেগম (৩৬) গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন বলে চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নিশ্চিত করেছেন।

চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ফরিদপুর সদরের ইউএনও লিটন ঢালী ডেইলি স্টারকে বলেন, 'চরভদ্রাসনে বজ্রপাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।'

Comments